ঢাকা: সেনানিবাসের বাড়ি নিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার দায়ের করা রিট আবেদনের শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে। ৬ জুলাই শুনানি অনুষ্ঠিত হবে।
বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ বুধবার নতুন তারিখ ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী টিএইচ খান সুপ্রিম কোর্টের অবকাশ শেষে শুনানি করার আবেদন জানালে আদালত ৫ জুলাই পর্যন্ত শুনানি মূলতবি করেন।
এসময় রাষ্ট্রপে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সেনানিবাসের বাড়ি ছাড়তে গত বছর খালেদা জিয়াকে নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন তিনি।
গত বছরের ২৭ মে হাইকোর্ট ওই নোটিশের কার্যকারিতা স্থগিত ঘোষণা করে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ৯, ২০১০
জেএ/কেএল/ জেএম