ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মাহমুদুর রহমান ফের কারাগারে

পুলিশের কাজে বাধা

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জুন ৯, ২০১০

ঢাকা: সদ্য ডিকারেশন বাতিল হওয়া আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।

পুলিশের কাজে বাধা দেওয়া সংক্রান্ত মামলায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম একেএম হাবিবুর রহমান ভূঁইঞা উভয়পরে শুনানি শেষে আজ বুধবার জামিন আবেদন নাকচ করেন।



এই মামলায় এক দিনের রিমান্ড শেষে তাকে আজ আদালতে পাঠানো হয়। তবে মাহমুদুর রহমানকে এজলাসে নেওয়া হয়নি।

উল্লেখ্য, অন্য দু’টি মামলায় চার দিন করে এবং একটি মামলায় আট দিনের রিমান্ডে রয়েছেন মাহমুদুর রহমান।  

পুলিশ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মহানগর পিপি আব্দুল্লাহ আবু আদালতকে জানান, মাহমুদুর রহমান এক দিনের রিমান্ডে থাকার সময় তদন্ত কর্মকর্তাকে কোনো সহযোগিতা করেননি। জিজ্ঞাসাবাদে অনেক প্রশ্নের উত্তর তিনি কৌশলে এড়িয়ে গেছেন।

আসামিপরে আইনজীবী ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, মামলার এজাহারে আসামি হিসেবে মাহমুদুর রহমানের নাম নেই। তাই পুলিশ হেফাজতে থেকে তাদের কাজে বাধা দেওয়া সম্ভব নয়।

আদালত উভয়পরে যুক্তিতর্ক শেষে মাহমুদুর রহমানের জামিনের আবেদন না মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, দৈনিক আমারদেশ পত্রিকার প্রকাশক হাসমত আলীর দায়ের করা মামলায় মাহমুদুর রহমানকে আদালতে আনা হলে প্রায় ১৫০ আইনজীবী ও বহিরাগতরা মিছিল ও স্লোগান দেন। এ সময় পুলিশের কাজে বাধা দিয়ে তারা মাহমুদুর রহমানকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন।

এ অভিযোগে সহকারী উপ-পরিদর্শক শাহজাহান মিয়া বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ০৯, ২০১০
এমআর/বিকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।