ঢাকা: বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে সোমবার (২৯ ডিসেম্বর) সাক্ষাৎ করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই।
সফরসূচি অনুযায়ী সোমবার সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে তারা সাক্ষাৎ করবেন।
সাক্ষাতে তারা দেশিয় রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রোববার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইয়ের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ১৯জন ও চীনের ১৩জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এছাড়াও ওয়াং আই রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিনদিনের সফরে শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকায় এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪