চাঁপাইনবাবগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালত ‘ক’ অঞ্চলে মামলাটি দায়ের করেন।
মামলায় বিএনপির উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দীন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানকেও আসামি করা হয়েছে।
মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (দায়িত্বপ্রাপ্ত) নূর নবী ৪ ফেব্রুয়ারি আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন বলে জানিয়েছেন বাদীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম।
মামলায় উল্লেখ করা হয়েছে- লন্ডনে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তারেক রহমান বঙ্গবন্ধুকে রাজাকার বলে আখ্যায়িত করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মজিবুর রহমানের কোনো অবদান নেই। এমনকি মুক্তিযুদ্ধে তার কোনো কর্তৃত্ব ছিল না বলেও মন্তব্য করেন তারেক রহমান।
জাতির জনকের নামে এভাবে কটূক্তি করে তার মানহানির পাশাপাশি আসামিরা দেশের মধ্যে দাঙ্গা ছড়িয়ে দেওয়ার মতো অপরাধও করেছে বলে আরজিতে উল্লেখ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান, পি.পি অ্যাডভোকেট জবদুল হক, জি.পি অ্যাডভোকেট আনোয়ার হোসেন ডলার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪