ঢাকা: যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে সুস্থতা সাপেক্ষে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করা হয়েছে। রোববার বিকেলে তাকে সিএমএম আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত এ আদেশ দেন।
বিকেল ৩টার দিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখের আদালতে তাকে হাজির করা হয়।
চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইলিয়াছ মোয়াজ্জেম হোসেন আলালের ১০ দিন(মামলা নং-১৬) রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা করেন।
রিমান্ড আবেদনে তিনি বলেন, ২৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ফজলে রাব্বী হলের কাছে জড়ো হন এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেন। এক পর্যায়ে তারা পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে আদালতে প্রবেশের চেষ্টা করেন।
মোয়াজ্জেম হোসেন আলাল ও তার সাঙ্গপাঙ্গরা হত্যার উদ্দেশ্যে দুই পুলিশ সদস্যের মাথায় আঘাত করলে তারা গুরুতর আহত হন।
পুলিশ এ সময় তাদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে শটগানের গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর করেন।
এ ঘটনায় দায়ের করা মামলাতেই এ রিমান্ড আবেদন করা হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লালমাটিয়ার বাসা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তাকে মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
** আলালকে আদালতে নেওয়া হয়েছে