ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় বিএনপির মিছিল সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
নওগাঁয় বিএনপির মিছিল সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: সোমবারের হরতাল সফল করতে নওগাঁয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ব্রিজের মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাবেক সভাপতি জালাল আহম্মেদ বকুল, বিএনপি নেতা নজমুল হক সনি, নাসির আহম্মেদ, মামনুর রহমান রিপন, মহিলা দলের নেত্রী রায়হানা আকতার রনি ও শবনম মোস্তারী কৌলি প্রমুখ।

বক্তারা সোমবার ২০ দলের ডাকা হরতাল পালন করতে সবার প্রতি আহ্বান জানান।

এর আগে তারা শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রিজের মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।