ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির সব নেতাদের গ্রেফতার করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
বিএনপির সব নেতাদের গ্রেফতার করা হবে ছবি: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম /ফাইল ফটো

ঢাকা: হরতালের নামে কোনো সন্ত্রাস করলে বিএনপির সব নেতাদের গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সোমবার (২৯ ডিসেম্বর) হরতাল আহ্বান করায় এ সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

কামরুল বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়েছে। আরও দু’একজন গ্রেফতার হবে। আগামীকাল হরতালের নামে কোনো সন্ত্রাস করলে বিএনপি সব নেতাদেরই গয়েশ্বর ও আলালের পরিণতি হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম বলেন, হরতাল দিয়ে তারা (বিএনপি) আবারও নৈরাজ্য করতে চায়। রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের দায়িত্ব জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের মাঠে থাকতে হবে এবং তারা (বিএনপি) মাঠে নামলে ব্যবস্থা নিতে হবে। কী ব্যবস্থা নেবেন তা আপনারা বুঝে নিয়েন। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট।

বিএনপি নেতারা যে ভাষায় কথা বলবে, সে ভাষাতেই জবাব দেওয়া হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।