ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে তারেকের বিরুদ্ধে আরও এক মামলা, সমন জারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
রাজশাহীতে তারেকের বিরুদ্ধে আরও এক মামলা, সমন জারি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান

রাজশাহী: বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে আরও একটি মামলা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল বাদী হয়ে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ মামলাটি দায়ের করেন।



বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামিম আখতার হৃদয় জানান, পূর্ব লন্ডনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের একটি অনুষ্ঠানে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে রাজাকার ও পাকবন্ধু বলেন। সেইসঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দেখামাত্র রাজাকার বলে আখ্যায়িত করার ঘোষণা দেন। এতে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের মানহানি হয়েছে। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতা তানজির হোসেন দুলাল বাদী হয়ে মামলাটি করেছেন।

আদালতের বিচারক জয়ন্তী রানী রায় মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। সেইসঙ্গে আসামিকে আগামী ১৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ারও নিদের্শ দেন তিনি।

এর আগে একই আদালতে বঙ্গবন্ধুকে কটূক্তি করার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা গত ২৩ ডিসেম্বর বাদী হয়ে একই অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলাতে সমন জারি করে আগামী ১২ ফেব্রুয়ারি তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।

বাংলদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮,  ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।