ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

স্বৈরাচারী বৈশিষ্ট্য নিশ্চিতে সরকারের গ্রেফতার অব্যাহত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
স্বৈরাচারী বৈশিষ্ট্য নিশ্চিতে সরকারের গ্রেফতার অব্যাহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো )

ঢাকা: স্বৈরাচার ও দুঃশাসনের বৈশিষ্ট্য নিশ্চিত করতে সরকার গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



রিজভী বলেন, বিএনপির সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ডাকা হরতালকে কেন্দ্র করে সারাদেশে ছাত্রলীগ-যুবলীগের হামলায় অসংখ্য বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন এবং শতাধিক বিএনপি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

তিনি বলেন, সরকার স্বৈরাচারী মনোভাবের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তাদের বাকশালী মনোভাব কায়েম করতে নিরীহ মানুষের ওপর হামলা এবং গ্রেফতার অব্যহত রেখেছে।

বিএনপি নেতাদের বাড়ি-বাড়ি ছাত্রলীগ-যুবলীগের তল্লাশি, হামলা এবং গ্রেফতারের তীব্র নি‍ন্দা ও প্রতিবাদ জানান রিজভী। একইসঙ্গে সিলেটের পৌর মেয়রসহ বিএনপির সিনিয়র নেতাদের মুক্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।