নোয়াখালী: বিএনপি’র ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ৩ নেতাকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- সেনবাগ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক বাবুল, ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান ও সেনবাগ কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি বর্তমানে জামায়াত নেতা আলাউদ্দিন আলো।
রোববার সকাল থেকে বিকেলে পর্যন্ত পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকালে পুলিশ সেনবাগ বাজারে অভিযান চালিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক বাবুল ও সেনবাগ কলেজ শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন আলোকে আটক করে।
দুপুরে এ খবর স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপজেলার সেনবাগ-সোনাইমুড়ী সড়কের বিভিন্নস্থানে সড়কের পাশে থাকা বন বিভাগের কয়েকটি গাছ কেটে সড়ক অবরোধ করে।
এসময় ওই সড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছগুলো সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে, বিকেলে উপজেলার ছাতারপাইয়া বাজারে অভিযান চালিয়ে ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান আটক করে পুলিশ। এ নিয়ে ওই এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, হরতালকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
বিএনপি জামায়াতের নেতাকর্মীরা তাদের আটককে কেন্দ্র করে সড়কের পাশের গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গাছ কাটার ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪