বগুড়া: পর্যাপ্ত নিরাপত্তা ও বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং শান্তিপূর্ণ পরিবেশে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার তৃতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার(২৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে এখন ভোটগণনা চলছে।
মেয়র পদে ৫ জন, সংরক্ষিত ৩ নারী কাউন্সিলর পদে ৯ জন এবং ৯ সাধারণ কাউন্সিলর পদে বিপরীতে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুয়াশার কারণে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশানুরূপ ভোটার উপস্থিতি দেখা গেছে কেন্দ্রগুলোতে।
ভোট কেন্দ্রের ভেতরে বা বাইরে কোথাও প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। বরং ভোট কেন্দ্রের মধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এজেন্টদের পাশাপাশি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে বিনা অনুমতিতে মোটরসাইকেল চালানোর দায়ে ১৫টি মোটরসাইকেল চালকের জরিমানা এবং ৩টি মোটরসাইকেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে মেয়র প্রার্থী আলহাজ নুরুল হক তালুকদার (চশমা), বেলাল হোসেন (তালা), জাহাঙ্গীর আলম (মাইক) ও মাহবুবুর রহমান সোহেল (কাপ পিরিচ) জানিয়েছেন, ভোট সুষ্ঠু হয়েছে। নির্বাচনী এলাকার পুরো পরিবেশ তাদের পছন্দ হয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।
রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার ইউনুচ আলী বলেন, ভোটগ্রহণে অনিয়মের কোথাও কোনো অভিযোগ তিনি পাননি। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪