ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল কর্মীকে পেটালো বাকৃবি ছাত্রলীগ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
ছাত্রদল কর্মীকে পেটালো বাকৃবি ছাত্রলীগ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের এক কর্মীকে বেধড়ক পিটিয়েছে শাখা ছাত্রলীগের কয়েক কর্মী।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান স্বপ্নীলকে অনুষদের প্রবেশ গেটের সামনে বেধড়ক মারধর করে শাখা ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী।

মারামারির একপর্যায়ে মৃত গরুর হাড় দিয়ে স্বপ্নীলের পায়ের সন্ধিস্থলগুলোতে আঘাত করে। এর পর স্বপ্নীল জ্ঞান হারিয়ে ফেলে।

পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হেলথ কেয়ার সেন্টারে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন বলেন, স্বপ্নীলের অবস্থা সম্পর্কে এখন তেমন কিছুই বোঝা যাচ্ছে না। তবে যে কোনো সময় তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। তার সারা শরীরে আঘাতের চিহ্ন থাকলেও ডান পায়ের হাড় ফেটে যাওয়ার আশঙ্কা করছি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনি বলেন, জেলা ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে ছাত্রলীগ মামলা করতে গেলে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে ছাত্রলীগের কর্মীরা স্বপ্নীলকে মারধর করে।

শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন সময় বঙ্গবন্ধু ও ছাত্রলীগকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে। সম্প্রতি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের ফেসবুক স্ট্যাটাস নিয়ে স্বপ্নীলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা স্বপ্নীলকে চড়-থাপ্পড় মারে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।