বাগেরহাট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
রোববার দুপুরে বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরুজ্জামানের আদালতে জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি এ মামলাটি (মামলা নং ২৮৮/১৪) দায়ের করেন।
শুনানি শেষে আদালত বিকেলে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলায় বাগেরহাট জেলা তাঁতীলীগের বিভিন্ন পর্যায়ের চার নেতাকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।
মামলার আইনজীবী ফকির ইফতেখারুল ইসলাম বাংলানিউজকে জানান, সচেতন নাগরিক হিসেবে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হেয় করায় আমার মক্কেল স্বপ্রণোদিত হয়ে আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারের সঙ্গে ১৮ ডিসেম্বর প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের কপি সংযুক্ত করা হয়েছে।
আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বিকেলে বিএনপি নেতার তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০১৫ সালের ১৫ জানুয়ার গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪