গাইবান্ধা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গাইবান্ধা আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি তাহমিদুর রহমান সিজু বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিছুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলাটি দন্ডবিধির ৫০০ ও ১২৪ (ক) ধারায় দাখিল করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাসকিনুল হক মামলাটি আমলে নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪