ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সোমবার কোনো হরতালই হবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
সোমবার কোনো হরতালই হবে না স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: বিএনপির ডাকা সোমবারের হরতাল জনগণ প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডিলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেয়, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জান‍ান তিনি।



মোহাম্মদ নাসিম বলেন, সোমবার কোনো হরতালই হবে না। জনগণ তাদের হরতালের আহ্বানে সাড়া দেবে না।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ১৪ দলীয় জোটের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে ৬ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে নাসিম বলেন, বিএনপি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা গণতন্ত্র হত্যা করতে চায়। তারা যে কোনো মূল্যে গণতন্ত্রকে ব্যাহত করতে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। ২০১৩ সালের মতো আতঙ্ক তৈরি করতে চায় তারা। এই আতঙ্ক থেকে দেশের মানুষকে বাঁচাতে, তাদের মোকাবেলা করতে মাঠে নেমেছি। রাজনৈতিকভাবেই তাদের মোকাবেলা করা হবে।

বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটূক্তি প্রসঙ্গে নাসিম বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রবাসী পলাতক ব্যক্তি জাতির জনককে কটাক্ষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছেন। তারেকের বক্তব্য প্রকাশ্যে সমর্থন করেছেন খালেদা জিয়া ও তার দলের মহাসচিব। যারা জাতির জনককে নিয়ে কটাক্ষ করে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের ছাড় দেয়া হবে ভাবলে ভুল হবে।

অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থমন্ত্রী বলেন, গণতন্ত্র হত্যাকারীরাই তো গণতন্ত্র হত্যার কালো দিবস পালন করবে। কারণ তারা (বিএনপি) ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল। আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে, বোমাবাজি করেছে, যানবাহনে আগুন দিয়েছে। গণতন্ত্রের হত্যাকারীদের সাহায্য করা যায় না। তাদের প্রতিরোধ করতে হবে।  

বিএনপির সোমবারের হরতালের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, বিএনপির হরতালে আমরা আতঙ্কিত না। এগুলো তাদের মহড়া। গাজীপুরে যেভাবে তাদের হরতাল হয়েছে। আগামীকালও (সোমবার) সেভাবে হবে। তাদের আহ্বানে কেউ সাড়া দেবে না। আমরা তাদের কর্মসূচি রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। অতীতেও মাঠে থেকেছি, এখনও থাকবো।

নাসিম আরও বলেন, ৫ জানুয়ারির নির্বাচন তারা বন্ধ করে অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। তাদের ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা পায়। দেশে গণতন্ত্র আছে বলেই তারা আজ আন্দোলনের হুমকি দিচ্ছে, হুমকির দিয়ে কথা বলছে। গণতন্ত্র না থাকলে তো কথাও বলতে পারতেন না।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ড. হাছান মাহমুদ, অ্যাডভোকেট আফজাল হোসেন, আবদুস সোবহান গোলাপ, মৃণাল কান্তি দাস, এস এম কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, কামরুল আহসান, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টির (জেপি) শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।