ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভে পুলিশি বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
ময়মনসিংহে বিএনপির বিক্ষোভে পুলিশি বাধা

ময়মনসিংহ: হরতাল সমর্থনে ময়মনসিংহে ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে শহরের হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করতে চাইলে নতুন বাজার মোড়েই বাধাঁ দেয় পুলিশ।



পরে সেখানেই পুলিশি বেরিকেটে সমাবেশ করে ২০ দলীয় জোটের নেত‍া-কর্মীরা।

এ এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি একেএম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, শহর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রটারি মোজাম্মেল হক আকন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।