ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যশোরে বিএনপি নেতাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
যশোরে বিএনপি নেতাসহ আটক ৩ ছবি: প্রতীকী

যশোর: হরতালের সমর্থনে মিছিল করার সময় যশোর সদর উপজেলার রুপদিয়া বাজার থেকে নরেন্দ্রপুর ইউয়িনের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ওলিয়ার রহমানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।



আটক অন্য দুজন হলেন, বিএনপি কর্মী বলরামপুর গ্রামের বাসির উদ্দিনের ছেলে ইকবাল হোসেন ও চাউলিয়া গ্রামের আব্দুর রহমান। ওলিয়ার রহমান নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ইনামুল হক  বিষয়টি বাংলানিউজকে  নিশ্চিত করেছেন।

তিনি জানান, হরতালের সমর্থনে ওলিয়ার রহমানের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা রুপদিয়া বাজারে মিছিল বের করে। এসময় যশোর-খুলনা সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সে কারণে তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।