ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মোড় এলাকায় ককটেল বিস্ফোরণে হারুন উর রশিদ (৪০) নামে এক রিকশা চালক আহত হয়েছেন। তার ডান পায়ের পাতায় স্পিনটার আঘাত হানে।
সোমবার (২৯ ডিসেম্বর) ২০ দলের ডাকা হরতালের আগ দিয়ে রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
আহত হারুন উর রশিদ চাদপুর জেলার ফরিদগঞ্জের চড়মুধুরা এলাকার আব্দুল খালেকের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর দক্ষিণখান ফায়দাবাগ এলাকায় বসবাস করেন।
হারুন উর রশিদ বলেন, দুপুরে তেজগাঁও তিব্বত এলাকার হালিম নামে এক ব্যক্তির রিকশা নিয়ে বের হই। গুলিস্তান জিপিও এলাকা থেকে এক যাত্রীকে নিয়ে টিএসসি মোড়ে তাকে নামিয়ে সামনে এগুতে থাকি। এমন সময় একটি ককটেল এসে পায়ের কাছে পরে বিস্ফোরণ হয়।
এতে তার ডান পায়ের পাতায় স্পিনটারের আঘাত লাগে এবং পা ঝলসে যায় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
** রাজধানীতে বিজিবির টহল