ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

টিএসসি মোড়ে ককটেল, রিকশাচালক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
টিএসসি মোড়ে ককটেল, রিকশাচালক আহত ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মোড় এলাকায় ককটেল বিস্ফোরণে হারুন উর রশিদ (৪০) নামে এক রিকশা চালক আহত হয়েছেন। তার ডান পায়ের পাতায় স্পিনটার আঘাত হানে।



সোমবার (২৯ ডিসেম্বর)  ২০ দলের ডাকা হরতালের আগ দিয়ে রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

আহত হারুন উর রশিদ চাদপুর জেলার ফরিদগঞ্জের চড়মুধুরা এলাকার আব্দুল খালেকের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর দক্ষিণখান ফায়দাবাগ এলাকায় বসবাস করেন।

হারুন উর রশিদ বলেন, দুপুরে তেজগাঁও তিব্বত এলাকার হালিম নামে এক ব্যক্তির রিকশা নিয়ে বের হই। গুলিস্তান জিপিও এলাকা থেকে এক যাত্রীকে নিয়ে টিএসসি মোড়ে তাকে নামিয়ে সামনে এগুতে থাকি। এমন সময় একটি ককটেল এসে পায়ের কাছে পরে বিস্ফোরণ হয়।

এতে তার ডান পায়ের পাতায় স্পিনটারের আঘাত লাগে এবং পা ঝলসে যায় বলেও জানান তিনি।   

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

** রাজধানীতে বিজিবির টহল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।