ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জামায়াতের

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ঘোষিত সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান হরতাল সফল করার আহ্বান জানিয়ে এক বিবৃতি দেন।



বিবৃতিতে তিনি বলেন, ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি, গ্রেফতারকৃতদের মুক্তি, সরকারের সকল অন্যায় ও অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে জোটের পক্ষ থেকে সোমবার (২৯ ডিসেম্বর) দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
 
বিবৃতিতে, ২০ দলীয় জোটের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।