ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাংনীতে যুবলীগের হরতাল বিরোধী মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
গাংনীতে যুবলীগের হরতাল বিরোধী মিছিল

মেহেরপুর: সোমবার ২০দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা।
 
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গাংনী হাসপাতাল বাজার এলাকা থেকে হরতাল বিরোধী একটি মিছিল বের করা হয়।


 
মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী বড়বাজার এলাকার ট্রাফিক মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, জেলা যুবলীগের সহ সভাপতি আল ফারুক, গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান ডাবু, যুবলীগ নেতা বারিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাদিজ্জামান শিপু, ইনামুল হক, যুবলীগ নেতা আশিকুর রহমান অকাশ, আসাদুজ্জামান মিলন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।