মেহেরপুর: সোমবার ২০দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গাংনী হাসপাতাল বাজার এলাকা থেকে হরতাল বিরোধী একটি মিছিল বের করা হয়।
মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী বড়বাজার এলাকার ট্রাফিক মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, জেলা যুবলীগের সহ সভাপতি আল ফারুক, গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান ডাবু, যুবলীগ নেতা বারিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাদিজ্জামান শিপু, ইনামুল হক, যুবলীগ নেতা আশিকুর রহমান অকাশ, আসাদুজ্জামান মিলন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪