ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চলন্ত অটোরিকশায় পেট্রোল বোমা, মা-মেয়ে-ছেলে দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
চলন্ত অটোরিকশায় পেট্রোল বোমা, মা-মেয়ে-ছেলে দগ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিরপুরের কাজীপাড়ায় চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ছোঁড়া পেট্রোল বোমা হামলায় মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। তারা হলেন, শামসুন্নাহার বেগম (৫০), তার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র তানজিমুল হক (২২) এবং মেয়ে হাতিয়া কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী আনিকা (১৮)।



রোববার রাত সাড়ে সাতটার দিকে কাজীপাড়ায় তাদের বহনকারী সিএনজি অটোরিকশা লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়ে দুষ্কৃতকারীরা। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজের ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক। আহতদের মধ্যে তানজিমুল হকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বার্ণ ইউনিটের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান জানান, তানজিমুলের দশ শতাংশ ও তার মায়ের শরীরের নয় শতাংশ পুড়ে গেছে। তবে ইনহেলিশন বার্ন থাকার কারণে তাদের অবস্থা আশঙ্কাজনক।

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে  তানজিমুলদের বাড়ি। আনিকার চিকিৎসার জন্য তারা ঢাকায় এসেছিলেন। উঠেছিলেন মিরপুর সাত নম্বরে অবস্থিত তাদের মামা সারোয়ার হোসেনের বাড়িতে।

এদিকে ২০ দলীয় জোটের ডাকা সোমবারের হরতাল সামনে রাজধানীতে বিভিন্ন স্থানে শুরু হয়েছে বিক্ষিপ্ত নাশকতা। ইতোমধ্যেই পল্টনে বাসে আগুন লাগানোর পাশাপাশি, টিএসসি মোড়ে নিক্ষিপ্ত ককটেলে আহত হয়েছেন এক রিকশাচালক।
 
শনিবার গাজীপুরে সমাবেশ করতে না পেরে ওই দিন বিকেলেই ২০ দলীয় জোটের পক্ষে সোমবার হরতাল ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

** পল্টনে বাসে আগুন (ভিডিও সহ)
** টিএসসি মোড়ে ককটেল, রিকশাচালক আহত
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।