ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে ২০দলের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
নোয়াখালীতে ২০দলের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: সোমবার ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ২০দলীয় জোটের নেতাকর্মীরা।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী সরকারি কলেজ পাড়া থেকে একটি মিছিল বের হয়।



মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণকালে সুধারাম থানার সামনে এলে পুলিশ বাধা দেয়। এতে জেলা শহরে না ঢুকে মাইজদী বাজার গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী চয়ন, ছাত্রদল নেতা এসএম নিজাম প্রমুখ।

এদিকে, জেলার দত্তেরহাট বাজারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাবের আহম্মদ,  বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মহিন ও মির্জার নেতৃত্বে অপর একটি মিছিল বের হয়।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।