ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় হরতালবিরোধী মিছিল ও সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
বগুড়ায় হরতালবিরোধী মিছিল ও সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আন্দোলনের নামে ভাংচুর, নৈরাজ্য সৃষ্টি ও বিএনপি’র ডাকা হরতালের প্রতিবাদে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।    

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে এসব কর্মসূচি পালন করে সংগঠনটি।



জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের নেতৃত্বে ও সভাপতিত্বে শহরের সাতমাথাস্থ টেম্পল রোড দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে রুপ নেয়।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টি জামান নিকেতা, শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন, যুগ্ম-আহবায়ক সাজেদুর রহমান সাহিন, শেখ শামীম, সুলতান মাহমুদ খান রনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, যুবলীগ নেতা আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, মাহফুজুল আলম জয়, উদয় কুমার বর্মন, জেলা ছাত্রলীগ সভাপতি আল রাজি জুয়েল, সাধারণ সম্পাদক মাশরাফি হিরোসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
সমাবেশে জেলা যুবলীগ সভাপতি সাগর কুমার রায় বলেন, অযৌক্তিক দাবিতে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে বিএনপি জোট। শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেস্টা রুখে দিতে যুবলীগ প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময় : ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।