ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বড় রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
বড় রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন ছবি: নাজমুল হাসান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অর্থনৈতিক উন্নয়নের ধারা ধরে রাখতে স্থিতিশীলতা এবং বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় বৈঠককালে এ মন্তব্য করেন তিনি।



রাত পৌনে ১০টা থেকে ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে বিএনপি ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ওয়াং উই বলেছেন, চলমান অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থিতিশীলতা যেমন প্রয়োজন, তেমনি বড় রাজনৈতিক দলগুলোর সমঝোতার প্রয়োজন।

ইতোমধ্যে বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, চীনা পররাষ্ট্রমন্ত্রী আশা করেন আলাপ আলোচনার মধ্য দিয়ে সে বিভাজন দূর হবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আমেদ।

এছাড়া চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সফর সঙ্গী এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।