ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সরকারের এজেন্টরাই গাড়িতে অগ্নিসংযোগ করছে: রিজভী

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
সরকারের এজেন্টরাই গাড়িতে অগ্নিসংযোগ করছে: রিজভী রুহুল কবির আহমেদ রিজভী

ঢাকা: শান্তিপূর্ণ হরতাল পালনে বাধা দিতেই সরকার নিজস্ব এজেন্ট দিয়ে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রল বোমা ও ভাঙচুর করাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সোয় ১০টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।



এ গভীর ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আমাদের ২৯ ডিসেম্বরের হরতাল কর্মসূচি শান্তিপূর্ণ।

সরকারের এজেন্টদের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

রিজভী বলেন, নির্বাচনের সময় যেভাবে গাড়িতে অগ্নিসংযোগ এবং বোমা নিক্ষেপ করা হয়েছিল, সেই একইভাবে আবারো সরকারের এজেন্টরা তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। এটা আমাদের ওপর দায় চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র।

তিনি আরো বলেন, নতুন করে যে ষড়যন্ত্র চলছে, সে ধারাবাহিকতা বাস্তবায়নের জন্য সরকার এখন যা করছে তা জনগণ বুঝতে পেরেছে। এটা হচ্ছে জোর করে ক্ষমতায় টিকে থাকার ধারাবাহিকতা।

এরই মধ্যে সারা দেশে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি এবং হয়রানি শুরু করা হয়েছে। এসব কিছু জোর করে ক্ষমতায় থাকার অংশ বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।