ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা, সতর্ক পুলিশ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা, সতর্ক পুলিশ ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা ঠেকাতে ভোর থেকে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে অবস্থান করছে বিপুল সংখ্যক পুলিশ।

 

সোমাবার (২৯ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতালের সমর্থনে এখনো কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পূর্ব পাশে পুলিশের প্রিজন ভ্যান, রায়ট কার, এপিসি অবস্থান করছে।

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে এখনো তালাবদ্ধ রয়েছে। দলের কোনো নেতাকর্মীকে কার্যালয়ের আশপাশে দেখা যায়নি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ বাংলানিউজকে জানান, হরতালে নাশকতা ঠেকাতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কাবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭০৪ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

** ২০ দলীয় জোটের হরতাল শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।