ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দয়াগঞ্জে হরতালের সমর্থনে ককটেল বিস্ফোরণ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
দয়াগঞ্জে হরতালের সমর্থনে ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

ঢাকা: হরতালের শুরুতে রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জের বটতলা মোড় এলাকায় ৭ থেকে ৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
 
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে হরতালের সমর্থনে পিকেটাররা ঝটিকা মিছিল নিয়ে এসে এ বিস্ফোরণ ঘটায়।

তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই মিছিলকারীরা সটকে পড়ে।

গেন্ডারিয়া থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) হরিদাস বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত কোনো বিস্ফোরণ বা ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।