ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আজকের এ হরতাল।
তিনি বলেন, সরকারের বাকশালী আচরণের কারণে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
সোমবার সকাল ৭টা ১০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে দাঁড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণ এ সরকারকে আর চায় না, সকাল থেকে যানবাহন-দোকানপাট বন্ধ থাকাতেই প্রমাণমিলে জনগণ এ হরতালে সায় দিয়েছে।
রিজভী বলেন, যদি গণতন্ত্রের পথ স্বাভাবিক থাকতো, নেতাকর্মীদের অযথা গ্রেফতার করা না হতো, গাজীপুরে সমাবেশ করতে দিতো তাহলে এ হরতাল দিতে হতো না। সরকার যে ফ্যাসিবাদী আচরণ করছে এ হরতাল তারই প্রতিবাদ।
বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
** রাজধানীতে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল, আটক ৪
** দয়াগঞ্জে হরতালের সমর্থনে ককটেল বিস্ফোরণ
** সিলেটে ২০দলের নিরুত্তাপ হরতাল
** নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা, সতর্ক পুলিশ
** ২০ দলীয় জোটের হরতাল শুরু
** রাজধানীর বেইলি রোডে হরতাল সমর্থনে মিছিল