ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে ২০দলের নিরুত্তাপ হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
সিলেটে ২০দলের নিরুত্তাপ হরতাল ফাইল ফটো

সিলেট: গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা হরতাল সিলেটে কোনো ধরনের পিকেটিং ছাড়াই শুরু হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নগরীর কোথাও কোনো ধরনের মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

তবে দু’য়েকটি স্থানে হরতালকারীরা জড়ো হয়ে ঝটিকা মিছিল করার চেষ্টা করেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে।

এদিকে তীব্র কুয়াশার কারণে ভোরে নেতাকর্মীরা বের না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হরতালকারীরা মাঠে নামবেন বলে তাদের বিভিন্ন সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, সকাল ৮টার পর থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে মিছিল ও পিকেটিং করা হবে। এরমধ্যে দক্ষিণ সুরমা, চৌহাট্টা, মিরাবাজার, জিন্দাবাজার, বন্দর বাজার এলাকায় নেতাকর্মীদের জড়ো হয়ে মিছিল ও পিকেটিংয়ে নামবে।

ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থানে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশাসহ হালকা দু’একটি যানবাহন চলাচল করতে দেখা যায়। নগরীর কদমতলী বাসটার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট।

এদিকে সিলেট নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িতে করে টহল দিচ্ছেন তারা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গুলশান কার্যালয়ে দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে হরতালের সিদ্ধান্ত নেন খালেদা জিয়া। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতাল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।