ঢাকা: সভা-সমাবেশে বাধা দেওয়া ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল সোমবার সকাল ৬ টায় শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান। রাস্তায় ছিল না তেমন যানবাহনও।
প্রেসক্লাবের সামনেও ছিলনা নিত্যদিনের সেই ব্যস্ততা। যানবাহনের সংখ্যাও ছিল হাতে গোনা।
বাংলামোটর আর কাওরানবাজারে ছিল একই চিত্র। সতর্ক ছিল পুলিশের টহল টিমও।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪