রংপুর: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি রংপুরে। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও, আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর স্টেশন থেকে ৫টি ট্রেন ছেড়ে গেছে বলে জানান রেল কর্মকর্তা আবু সালেক।
সকাল ১১টার পর থেকে নগরীর বিভিন্ন এলাকার দোকানপাট খুলতে শুরু করে। এর আগে হরতালের সমর্থনে সকাল ৮টার দিকে জেলা বিএনপি একটি মিছিল বের করে। এছাড়া নগরীর কোথাও কাউকে পিকেটিং করতে দেখা য়ায়নি।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪