ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কক্সবাজারে বিএনপির ২ কর্মীর কারাদণ্ড

ড্রিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
কক্সবাজারে বিএনপির ২ কর্মীর কারাদণ্ড

কক্সবাজার: কক্সবাজার শহরে ব্যাটারি চালিত টমটম গাড়ি ভাঙচুর করার অপরাধে বিএনপির দুই কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের কালুর দোকান এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।

এসময় পুলিশ তাদের হাতে-নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।  

সাজাপ্রাপ্তরা হলেন- কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের কামারপাড়ার মো. সিরাজুল হকের ছেলে আহমেদ করিম তাজ (২৫) ও শহরের দক্ষিণ তারাবনিয়ারছড়া এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে মো. মোজাম্মেল (১৯)।

জানা যায়, দুপুরে শহরের কালুর দোকান এলাকায় বিএনপির কয়েকজন কর্মী একটি টমটম গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মধ্যে দুইজনকে হাতে-নাতে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক করিম তাজকে  ছয় মাসের সশ্রম ও মোজাম্মেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বাংলানিউজকে বলেন, শহরে নাশকতা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।