ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
গাজীপুরে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: ২০ দলীয় জোটের ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগ।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় চান্দনা চৌরাস্তায় ছাত্রলীগের কেন্দ্রিয় নেতা আফজাল হোসেন সরকার রিপনের নেতৃত্বে এ হরতালবিরোধী মিছিল বের হয়।

মিছিলটি চান্দনা চৌরাস্তায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে রুপ নেয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাদী শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান, জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনের ও গাজীপুর শহর শ্রমিক লীগের সদস্য সচিব সৈয়দ আব্দুল জলিল প্রমুখ।

এ ছাড়া মহানগরের বড়বাড়ি, কোনাবাড়ি, কাশিমপুর এবং টঙ্গী, শ্রীপুর ও কালিয়াকৈর থানা এলাকায়ও একই মিছিল সমাবেশের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।