রংপুর: হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে রংপুর জেলার কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর ও নগরীর বিভিন্ন এলাকা থেকে ৩ বিএনপি ও ৭ জামায়াত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুরের ৮ থানার পুলিশ রোববার (২৮ ডিসেম্বর) রাত থেকে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত এ সব উপজেলায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।
এবিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নামে বিভিন্ন মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪