ঝিনাইদহ: ২০ দলীয় জোটের সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা সৃষ্টির আশংকায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত কালীগঞ্জ, মহেশপুর, হরিনাকুন্ডু, শৈলকুপা ও ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে এদের আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এদের মধ্যে ১০ জন বিএনপি-জামায়াত কর্মী, বাকিরা বিভিন্ন মামলার আসামি।
এদিকে, ঝিনাইদহে নিরুত্তাপভাবে চলছে ২০ দলীয় জোটের হরতাল। হরতালে জোটের নেতাকর্মীদের রাজপথে দেখা যায়নি। তবে শহরের আরাপপুর ও কেপি বসু সড়কে এক ঝটিকা মিছিল বের করে জেলা যুবদল।
অন্যদিকে, সকাল থেকেই শহরের দোকান-পাট আংশিক খোলা থাকলেও আন্তঃজেলা ও দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এদিকে, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক হরতাল বিরোধী একটি মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদিক্ষণ করে।
মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড আজিজুর রহমান, আক্কাচ আলী, একরামুল হক লিকু, অ্যাড লিয়াকত হোসেন ও আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪