ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হরতালের সমুচিত জবাব দেবে দেশবাসী: নানক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
হরতালের সমুচিত জবাব দেবে দেশবাসী: নানক জাহাঙ্গীর কবির নানক

ঢাকা: দেশবাসী বিএনপির হরতালের নামে সহিংসতার সমুচিত জাবাব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের পরিস্থিতি তুলে ধরেন নানক।



এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির সোমবারের হরতাল গাজীপুরের কর্মসূচি করতে না দেওয়ার কারণে নয়। মূলত যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্থ করা এবং খালেদা জিয়ার মামলার বিচার বানচাল করার জন্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নানক বলেন, বিএনপিকে কোথাও সমাবেশ বা কর্মসূচি পালনে আমরা কোনো বাধা দিচ্ছি না, দেওয়ারও ইচ্ছাও নেই। গাজীপুরে আওয়ামী লীগ বাধা দেয়নি। সেখানে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বক্তব্যের কারণে ছাত্রজনতা ও সাধারণ মানুষ তাদের সমাবেশ করতে দেয়নি। আমাদের কোনো নির্দেশনা ছিলো না।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগকে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না। আমাদের বক্তব্য স্পষ্ট, প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ গণমানুষের দল। আন্দোলন করতে করতেই আমাদের জন্ম। আমরা তাদের দেখতে চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলটির দফতর সম্পাদক ড. আব্দুস সোবাহন গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুল হক শামীম, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।