গাইবান্ধা: হরতালে পলাশবাড়ীতে নাশকতার প্রস্তুতিকালে শিবিরের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- পলাশবাড়ী উপজেলার আমলাগাছি গ্রামের বাসিন্দা মজনু মিয়া (৫২), তার ছেলে বিপুল মিয়া (২০), রিপন মিয়া (১৮) ও সাদুল্যাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আবদুল হামিদের ছেলে একরামুল হক (৩৮)।
হরতাল চলাকালে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সদরসহ ছয় উপজেলার কোথাও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি।
দুপুরে জেলার পলাশবাড়ী উপজেলায় হরতালের সমর্থনে মহেশপুর ব্র্যাক মোড়ে জামায়াত-শিবির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, সোমবার সকাল ১১টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুঠিয়াপুকুর এলাকা থেকে শিবিরের ৪ কর্মীকে আটক করে পুলিশ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, হরতালে নাশকতার পরিকল্পনা করার সময় তাদের আটক করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) মোফাজ্জেল হোসেন বাংলানিউজকে জানান, হরতালে যেকোনো নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া বিভিন্ন মোড় ও সড়কে পুলিশ টহল জোরদার করা আছে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪