খাগড়াছড়ি: প্রশাসনের আশ্বাস এবং ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সমঝোতার পরিপ্রেক্ষিতে (মঙ্গলবার) সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলা বিএনপি।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন বাবু হরতাল প্রত্যাহারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে সকালে মহালছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করার প্রতিবাদে মঙ্গলবার মহালছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪।