ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
গোপালগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তারেক রহমান

গোপালগঞ্জ: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নামে গোপালগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মানহানির মামলা দায়ের হয়েছে।

আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ মামলার পরবর্তী তারিখ ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

সোমবার বিকেলে এ মামলাটি দায়েরের মধ্য দিয়ে গোপালগঞ্জে তারেক রহমানের নামে মামলা সংখ্যা দাঁড়ালো ৪ এ। আর চতুর্থ মামলাটি দায়ের করেন সৈয়দ মিরাজুল ইসলাম।

এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা মো. শওকত আলী খান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার নূর মোহাম্মদ দুলু বাদী তারেক রহমানের নামে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

এর মধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ও একটি মামলায় সদর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা নথিভুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।