ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হরতালে ফেনীতে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
হরতালে ফেনীতে ককটেল বিস্ফোরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল ফেনীতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের মধ্যদিয়ে হরতাল পালিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, হরতাল চলাকালে দুপুর ১২টার দিকে শহরের এসএকে রোড় এলাকায় স্বেচ্ছাসেবক-ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।



সকাল ১১টার দিকে কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদলের (তৃণমূল সমর্থিত) বিদ্রোহী কমিটির সভাপতি মেসবাহ উদ্দিনের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয় ছাত্রদল।

শহরেরর লতিফ টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে শান্তি কোম্পানি রোডের সামনে গেলে পুলিশের ধাওয়ায় মিছিলটি পণ্ড হয়ে যায়।

এছাড়াও বিকেলের দিকে শহরের বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় স্বেচ্ছাসেবক- ছাত্রদলের নেতাকর্মীরা।

আর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ফেনীতে পালিত হয়েছে হরতাল। জেলা শহরের সঙ্গে উপজেলাগুলোর যোগাযোগ ছিল স্বাভাবিক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে যান চলাচল করেছে।

স্কুল কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছিল খোলা। ব্যাংক বীমাসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক ছিল। ফেনী বিলোনীয়া স্থলবন্দরে কিছু আমদানি রপ্তানি কার্যক্রমও হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।