ঢাকা: এটিএম আজহারুলের মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ‘হরতাল হরতাল’ স্লোগানে তারা মিছিল নিয়ে এসে ওই প্রাইভেট কারে আগুন দেয়।
এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, কয়েকজন যুবক হরতাল সমর্থনে ওই প্রাইভেট কারে পেট্রল ঢেলে আগুন দিয়েছে। পরে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বর্তমানে আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪