ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে শিবির-যুবলীগের সংঘর্ষে আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
লক্ষ্মীপুরে শিবির-যুবলীগের সংঘর্ষে আহত ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে শিবির-যুবলীগের সংঘর্ষে যুবলীগ নেতা সিরাজ মেম্বারসহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার উপজেলার হাজিরহাট তালপট্টি বাজারে এ ঘটনায় ঘটে।



আহত যুবলীগ নেতা সিরাজ চরফলকন ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে চিকিৎসার জন্য কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিবিরের এক কর্মী আহত হলেও তার নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির রায়ের প্রতিবাদে দুপুরে হাজিরহাট বাজারে শিবিরকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এর জের ধরে সন্ধ্যায় শিবির-যুবলীগের সংঘর্ষ বাধে। এতে যুবলীগ নেতা সিরাজ ও শিবিরের এক কর্মী আহত হন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।