ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির হরতাল এখন ভোঁতা অস্ত্র: ওবায়দুল কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
বিএনপির হরতাল এখন ভোঁতা অস্ত্র: ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হরতাল এখন ভোঁতা অস্ত্র। ধার বিহীন ভোঁতা অস্ত্র দিয়ে সরকার হটাতে চাইছে বিএনপি।

কিন্তু হরতাল ডেকে বিএনপি নেতাকর্মীরাই মাঠে থাকেন না।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে বিকেল পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় পদ্মা সেতুর এপ্রোচ সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সেতু মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাকর্মীরা শীতাতাপ নিয়ন্ত্রিত রুমে বসে হরতাল ডেকে দেশের অর্থনীতি ধ্বংস করছে। ভোঁতা অস্ত্রের মতো এ হরতাল ডেকে বিএনপি লাভবান হতে পারবে না।
 
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, সেতু বিভাগ, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।