বরিশাল: বরিশাল নগর বিশেষ শাখার (সিটিএসবি) পুলিশ সদস্য জয়নাল আবেদিনের হাত কামড়ে দিয়েছেন এক শিবির কর্মী। এসময় তার সঙ্গীরা ওই পুলিশ সদস্যকে মারধরও করেছেন।
জামায়াতের ডাকা দেশব্যাপী দুইদিনের হরতালের প্রথমদিন বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
মানবতাবিরোধী অপরাধে দলের সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে এ হরতাল ডেকেছে জামায়াত।
সকালে একা পেয়ে মারধরের একপর্যায়ে শিবিরের এক কর্মী ওই পুলিশ সদস্যের হাত কামড়ে দেন। পরে আরো কয়েকজন পুলিশকে আসতে দেখে পালিয়ে যায় শিবির কর্মীরা।
আহত জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে নগরীর বান্দরোডের ভিআইপি গেটের সামনের সড়কে শিবিরের কর্মীরা মিছিল বের করেন ও রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আমি এসময় বাধা দিলে তারা আমার ওপর হামলা চালান।
এদিকে, হরতালের কারণে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে সড়ক ও মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, টেম্পু, রিকশা, ভ্যান, শ্যালো ইঞ্জিন চালিত নসিমন ও করিমন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি বরিশালে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে।
নাশকতা ঠেকাতে নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারী রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
**আজহারের নিজ এলাকায় হরতালের প্রভাব নেই
** চাঁদপুরে হেঁটে পুলিশি টহল!
** গাজীপুরে হরতাল সমর্থনে বাসে আগুন
** গাজীপুরে জামায়াতের মিছিল-ককটেল বিস্ফেরণ, অভিযানে আটক ২৫
** চলছে বছরের শেষ হরতাল, মাঠে নেই জামায়াত
** রাজধানীর খিলগাঁও-চকবাজারে শিবিরের মিছিল
** জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন শুরু