খুলনা: জামায়াতের ডাকা দেশব্যাপী প্রথম দিনের হরতালে খুলনায় সকাল থেকে দলটির নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।
বুধবার (৩১ ডিসেম্বর) হরতাল শুরুর পর সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কোথাও কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
তবে নগরীর বানরগাতি এলাকায় সকাল সাড়ে ৭টায় একটি মিছিল করেছে বলে দাবি জামায়াতের।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে হরতালে কোথাও কোনো মিছিল-সমাবেশ করতে পারেনি জামায়াত-শিবির কর্মীরা।
তিনি জানান, হরতালে মহানগরীর ৮ থানায় অতিরিক্ত দেড় হাজার পুলিশ, দুই প্লাটুন বিজিবি মোতায়েনসহ ৠাবের টহল অব্যাহত রয়েছে।
এদিকে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে হরতালে নাশকতার আশঙ্কায় ৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
হরতালের কারণে নগরীর বিভিন্ন সড়কে ভারী যানবাহন না চললেও রিকশা, ইজিবাইক চলাচল করতে দেখা গেছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ায় প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪