ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ১৯ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

সাতক্ষীরা: সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের ১৯ কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জেলাব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক কর্মীদের মধ্যে কলারোয়া থানায় তিনজন, তালায় তিনজন, পাটকেলঘাটায় একজন, কালিগঞ্জ থানায় তিনজন, শ্যামনগর থানায় তিনজন ও দেবহাটা থানায় তিনজনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে সদর উপজেলার আলীপুর গ্রামের আল আমীন, পরানদহা গ্রামের জামায়াত কর্মী ইকরামুল হোসেন ও কাটিয়া এলাকার ইমান আলীর নাম জানা গেছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোদ্দাচ্ছের হোসেন জানান,  নাশকতা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

মানবতাবিরোধী অপরাধে দলের সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল ডেকেছে জামায়াত।

হরতালের প্রথম দিন সাতক্ষীরার জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। ঢাকাগামী পরিবহন ও স্থানীয় রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রাক-পিকআপ ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দোকানপাট স্বাভাবিক নিয়মে খুলেছে। জেলার কোথাও পিকেটিং বা মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।