ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে ছাত্রদলের মশাল মিছিলে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
গাজীপুরে ছাত্রদলের মশাল মিছিলে পুলিশের বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর মহানগরে মশাল মিছিল বের করার চেষ্টা করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল। দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়লে দুই ছাত্রদলকর্মী গুলিবিদ্ধ হন বলে দাবি করা হয়েছে।



গুলিবিদ্ধ দু’জন হলেন গাজীপুর মহানগর ২৬ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রুহুল আমিন (২৬) ও আনিসুর রহমান (২৭)।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যার পর নগরীর বিআইডিসি রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় নাজমুল খন্দকার সুমনের নেতৃত্বে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে শহরের শিববাড়ি রোডে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শিববাড়ি থেকে বিআইডিসি রোড দিয়ে জয়দেবপুর বাসস্ট্যান্ডের দিকে এগোলে পুলিশ তাদের ধাওয়া দেয়।

প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়লে দুই জন গুলিবিদ্ধ হয়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জয়দেবপুর  থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মমিন
বাংলানিউজকে বলেন, মিছিলের চেষ্টা হয়েছে। কেউ গুলিবিদ্ধ হয়েছেন কিনা জানিনা।

বাংলাদেশ সময়: ০৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।