দিনাজপুর: ষড়যন্ত্রকারীরা সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে দেশকে বিভক্ত করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোববার (৩০ ডিসেম্বর) সকালে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে পথসভায় কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলার আমির কারী আজিজুর রহমানসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়তের আমির বলেন, এদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষ একসঙ্গে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। কেউ কেউ সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে দেশ ও দেশের সম্প্রীতিকে বিভক্ত করার চেষ্টা করছে। এসব ষড়যন্ত্র দেশের ১৮ কোটি জনগণের ৩৬ কোটি হাত শক্তভাবে রুখে দেবে।
তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পরে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে। আগে মানুষ আতঙ্কের সংস্কৃতির মধ্যে ছিল। ৫ আগস্টের পরে শুধু জামায়াতে ইসলামীর নয়, পুরো বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসআই