ঢাকা: রাজধানীর ফকিরাপুলে মিছিল থেকে একজন পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল। এ সময় দু’টি মোটরসাইকেলে আগুন ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন ছাত্রদলকর্মীরা।
বর্তমানে ফকিরাপুলের শপিংমল ও বিভিন্ন অলিতে গলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ছাত্রদল কর্মীরা মিছিল বের করে পুলিশের একজন এসআইয়ের ওপর হামলা চালান। ফকিরাপুলের হোটেল ওয়ান্স এর সামনে এসে দু’টি মোটরসাইকেলে আগুন দেন তারা। মোটরসাইকেল দু’টির একটি পুলিশের (নং ঢাকা মেট্রো-হ-১১২৭৩৫) ও অন্যটি প্রেস স্টিকার লাগানো (নং ঢাকা মেট্রো-এ-০১৪০৪২)। পুলিশ পরে আগুন নিভিয়ে আবুল কাশেম (২৬) ও রাহাতসহ (২২) মোট ৬ জনকে আটক করে।
এরপর ছাত্রদল কর্মীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫