পটুয়াখালী: মানহানি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন পটুয়াখালীর একটি আদালত।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে কলাপাড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানি মামলাটি করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাবিবুল্লাহ রানা।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মামলাটি দায়ের করা হয়।
মামলাটি আমলে নিয়ে আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্বপন দাস আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ২ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫